লন্ডনে তাকওয়া ব্যাডমিন্টন ক্লাব আয়োজিত ম্যাসিভ U.B.A সুপার সিরিজ টুর্নামেন্ট সম্পন্ন


বিপুল উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে সমাপ্ত হল লন্ডনে তাকওয়া ব্যাডমিন্টন ক্লাব আয়োজিত ম্যাসিভ U.B.A সুপার সিরিজ ব্যাডমিন্টন টুর্নামেন্ট ২০২৩।
গত ১৪ নভেম্বর মঙ্গলবার নিউহাম স্পোর্টস সেন্টারে এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়। টুর্নামেন্টটি সকাল ১১টা থেকে শুরু হয়ে চলে রাত সাড়ে ১০টা পর্যন্ত। এই টুর্নামেন্ট উদ্বোধন করেন তাকওয়া ব্যাডমিন্টন ক্লাবের চেয়ারম্যান বিশিষ্ট ক্রীড়াবিদ সাংবাদিক মো: আব্দুল মুনিম জাহেদী ক্যারল। এ সময় আরো বক্তব্য রাখেন টুর্নামেন্টের অন্যতম স্পনসর ও তাকওয়া ব্যাডমিন্টন ক্লাবের সেক্রেটারি ফারুক ফুয়াদ চৌধুরী, সাইদুর রহমান রিয়াদ, জয়নাল আবেদিন, জুয়েল আহমেদ ও লিটন প্রমুখ। U.B.A এর পক্ষ থেকে খেলা পরিচালনা করেন হারুন রেজা, মিছবা চৌধুরী, সুহেল রহমান, মোহাম্মদ, মাসুম কামালী, সাঈদ, আকরাম, খায়রুল ও মুহাজ্জেম আহমেদ রিবু।
জমকালো এই ঐতিহাসিক খেলায় অংশগ্রহণের জন্য লন্ডন ছাড়াও লুটন, বার্মিংহাম, লেস্টার, রেডিং, সারে, পোর্স্টমাউথ, কার্ডিফ, মানচেস্টার, সাউথামটন, কেম্ব্রিজ, ডককেস্টার, ইফসউয়িকসহ যুক্তরাজ্যের বিভিন্ন শহর থেকে প্রায় ১৬০ জন (৮০ টিম) খেলোয়াড় অংশগ্রহণ করে এক ব্যতিক্রমী চমক লাগিয়েছে।
ক্যাটাগরি এ ইতমাম আল জামাল এবং জুয়েল আহমেদ (বার্মিংহাম) জুটি ফাহিম আহমেদ ও স্যান্ডি (বার্মিংহাম/পোর্টসমাউথ) জুটিকে পরাজিত করে ফাইনাল খেলায় বিজয় ছিনিয়ে নেয়। সেমি ফাইনালিস্ট: রায়হান উদ্দিন ও আরিক আহমেদ জুটি (পোর্টসমাউথ/লন্ডন) ডুয়েল আহমেদ/টগর (লন্ডন)
ক্যাটাগরি সি: নাসির আহমেদ/আল আমিন (লন্ডন)। রানার্স আপ: চান মিয়া/জুনায়েদ আহমেদ (লন্ডন)
সেমি ফাইনালিস্ট: দিলওয়ার আহমেদ/খালেদ কামালি (বার্মিংহাম/লন্ডন) আব্দুল আলিম/ফয়সল আহমেদ (লন্ডন)
বিভাগ ডি বিজয়ীরা: আকরাম খান/সারওয়ার হোসেন (বার্মিংহাম/লিসেস্টার) রানার্স আপ: আবু মনসুর/ওয়াইলিদ আহমেদ (লুটন/সেন্ট আলবানস) সেমিফাইনালিস্ট: জাবের আহমেদ ও সাদেক আহমেদ (লন্ডন) খয়রুল ও আব্দুল করিম (লন্ডন)
খেলা শেষে বিজয়ীদের হাতে নগদ অর্থ ও ট্রফি তুলে দেন মো: আব্দুল মুনিম জাহেদী ক্যারল, হারুন রেজা, মিছবা চৌধুরী, সাবেক কাউন্সিলর আতাউর রহমান, ফখরুল ইসলাম, ফারুক ফুয়াদ চৌধুরী, আবদুল কাহার, মুহাজ্জেম আহমেদ রিবু ও অন্যান্য অতিথিবৃন্দ।
সফলভাবে সুপার সিরিজ টুর্নামেন্ট সমাপ্ত করার জন্য U.B.A-এর পক্ষ থেকে TAQWA ব্যাডমিন্টন ক্লাবের চেয়ারম্যান, সেক্রেটারি, কমিটির সদস্য ও সকল ভলান্টিয়ারদের বিশেষভাবে সম্মাননা প্রদান করা হয়। তাদের এই কষ্ট ও সমর্থন ছাড়া এই বিশাল অনুষ্ঠানটি সম্ভব হত না। এই বছরের লন্ডনের সবচেয়ে বড় টুর্নামেন্ট, যেখানে যুক্তরাজ্য জুড়ে সকল খেলোয়াড়রা অংশগ্রহণ করেছিল।
২১ দিনে প্রায় ১.৯৬ বিলিয়ন মার্কিন ডলার রেমিট্যান্স এসেছে


২০২৪-২৫ অর্থবছরে এপ্রিল মাসের প্রথম ২১ দিনে প্রবাসী বাংলাদেশীরা প্রায় ১.৯৬ বিলিয়ন মার্কিন ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন, যা প্রবাসী আয়ের প্রবাহে ধারাবাহিকভাবে শক্তিশালী প্রবণতা অব্যাহত রেখেছে।
এর আগে মার্চ মাসে রেকর্ড পরিমাণ ৩.২৯ বিলিয়ন মার্কিন ডলার রেমিট্যান্স এসেছে, যা দেশের ইতিহাসে সর্বোচ্চ।
বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ হালনাগাদ তথ্য অনুযায়ী, চলতি এপ্রিল মাসের প্রথম ২১ দিনে প্রবাসীরা দেশে প্রায় ১.৯৬ বিলিয়ন ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন। ২০২৪ সালের একই সময়ে রেমিট্যান্স এসেছে ১.৩৯ বিলিয়ন মার্কিন ডলার।
২০২৪ সালের পুরো এপ্রিল মাসে দেশে পাঠানো প্রবাসী আয়ের পরিমাণ ছিল ২.০৪ বিলিয়ন ডলার। তার বিপরীতে চলতি বছর এপ্রিলের ২১ দিনের মধ্যেই এসেছে ১.৯৬ বিলিয়ন ডলার। সে অনুযায়ী ২১শে এপ্রিল, ২০২৫ তারিখে একদিনে বাংলাদেশ ৮৫ মিলিয়ন ডলার রেমিট্যান্স পেয়েছে।
কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, ২০২৪ সালের জুলাই থেকে ২০২৫ সালের ২১শে এপ্রিল পর্যন্ত রেমিট্যান্স ২৮.৬ শতাংশ বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে ২৩.৭৫ বিলিয়ন ডলারে, যা আগের অর্থবছরের একই সময়ে (জুলাই ২০২৩ থেকে ২১ এপ্রিল ২০২৪) ছিল ১৮.৪৭ বিলিয়ন ডলার।
ফের কর্মবিরতিতে যাওয়ার ঘোষণা প্রাথমিক শিক্ষকদের


প্রেসনোট নিউজ ডেস্ক: সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা ফের কর্মবিরতিতে যাওয়ার ঘোষণা দিয়েছেন।সহকারী শিক্ষক পদকে চাকিরতে ঢোকার পদ ধরে ১১তম গ্রেডে বেতন নির্ধারণ, চাকরির ১০ বছর ও ১৬ বছর পূর্তিতে উচ্চতর গ্রেড পাওয়ার জটিলতা নিরসন ও প্রধান শিক্ষকের শতভাগ পদে সহকারী শিক্ষকদের পদোন্নতিসহ দ্রুত পদোন্নতি দেওয়ার দাবিতে কর্মবিরতি কর্মসূচি ঘোষণা করেছেন তারা।
প্রাথমিকের সহকারী শিক্ষকদের সংগঠনগুলোর মোর্চা প্রাথমিক সহকারী শিক্ষক সংগঠন ঐক্য পরিষদের ব্যানারে এ কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
মোর্চাভুক্ত সংগঠন বাংলাদেশ প্রাথমিক সহকারী শিক্ষক সমাজের সভাপতি মো. আনিসুর রহমান শনিবার বিকালে বলেন, “প্রাথমিক ও উপানুষ্ঠানিক শিক্ষা সংস্কারে পরামর্শক কমিটি শিক্ষকদের বেতন এন্ট্রি লেভেলে ১২তম গ্রেডে নির্ধারণ ও চার বছর পর পদোন্নতি দিয়ে ১১তম গ্রেড দেওয়ার সুপারিশ করেছে। কিন্তু আমরা চাচ্ছি এন্ট্রি পদেই সহকারী শিক্ষকদের ১১তম গ্রেডে বেতন। আর উচ্চতর গ্রেড পাওয়ার জটিলতা নিরসন ও প্রধান শিক্ষকের শতভাগ পদে সহকারী শিক্ষকদের পদোন্নতির দাবিতে কর্মসূচি ঘোষণা করেছি।
“আগামী ৫ মে থেকে কর্মবিরতি শুরু হবে। ৫ থেকে ১৫ মে এক ঘণ্টা, ১৬ থেকে ২০ মে দুই ঘণ্টা কর্মবিরতি পালন করবেন শিক্ষকরা। আর ২১ থেকে ২৫ মে অর্ধদিবস কর্মবিরতি পালন করা হবে। আর ২৬ মে থেকে দাবি আদায় না হওয়া পর্যন্ত লাগাতার পূর্ণদিবস কর্মবিরতি পালন করবেন শিক্ষকরা।”
বর্তমানে সহকারী শিক্ষকরা ১৩তম গ্রেডে ও প্রধান শিক্ষকরা ১১তম গ্রেডে বেতন পাচ্ছেন। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর গত অক্টোবরে প্রাথমিক ও উপানুষ্ঠানিক শিক্ষা সংস্কারে পরামর্শক কমিটি গঠন করা হয়। এর আহ্বায়ক করা হয় ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের এমিরেটাস অধ্যাপক মনজুর আহমেদকে। কমিটিতে একজন সদস্য সচিব এবং ৭ জন সদস্য ছিলেন। গত ১০ ফেব্রুয়ারি কমিটি সুপারিশ প্রতিবেদন জমা দেয়।
কমিটির পক্ষ থেকে, সহকারী শিক্ষক পদ বিলুপ্ত করে এন্ট্রি লেভেলের শিক্ষক পদে ১২ তম গ্রেডে বেতন দেওয়ার সুপারিশ করা হয়েছে। প্রধান শিক্ষকদের বেতন ১০ম গ্রেডে দেওয়া এবং পদোন্নতির মাধ্যমে প্রধান শিক্ষক পদে নিয়োগের সুপারিশ করা হয়েছে।
প্রতিবেদন জমা দেওয়ার পর রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক প্রেস ব্রিফিংয়ে কমিটির আহ্বায়ক অধ্যাপক মনজুর আহমেদ বলেছিলেন, “বর্তমানে শিক্ষকরা ১৩তম গ্রেডে আছেন এবং প্রধান শিক্ষকের জন্য সরকার ১১তম গ্রেড দিয়েছে। প্রধান শিক্ষকদের ১০ম গ্রেডে পদায়নের দাবি উচ্চ আদালতে সমর্থন পেয়েছে, কিন্তু সরকার এ ব্যাপারে রিভিউ আবেদন করেছে।
সমগ্র পরিস্থিতি বিবেচনায় শিক্ষকদের স্বতন্ত্র মর্যাদা ও উচ্চতর বেতন কাঠামো প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত কমিটির অর্ন্তবর্তী সুপারিশ হল, শিক্ষক পদে প্রবেশ ১২তম গ্রেডে, দুই বছর পর স্থায়ীকরণ, আরো দুই বছর পর ১১তম গ্রেডে সিনিয়র শিক্ষক হিসেবে পদোন্নতি।
“প্রধান শিক্ষকের ক্ষেত্রে সুপারিশ হল, সরকারের রিভিউ আবেদন প্রত্যাহার ও প্রধান শিক্ষকের জন্য ১০ম গ্রেড নির্ধারণ এবং সকল প্রধান শিক্ষক পদোন্নতির মাধ্যমে নিয়োগ। শিক্ষক এবং প্রধান শিক্ষক নিয়মানুসারে উচ্চতর স্কেল পাওয়ার যোগ্য হবেন।”
আদালতে দুই আইনজীবীর আত্মসমর্পণ


প্রেসনোট নিউজ ডেস্ক: বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে হত্যা মামলায় ফেনী জেলা জজ আদালতে আত্মসমর্পণ করেছেন দুই আইনজীবী। উচ্চ আদালতে জামিনের মেয়াদ শেষ হওয়ায় মঙ্গলবার (২২ এপ্রিল) দুপুরের দিকে ফেনী জেলা জজ আদালতে হাজির হয়ে আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট নাসির উদ্দিন বাহার ও ছোটন কংস বনিক জামিন আবেদন করলে আদালত উভয় পক্ষের আইনজীবীর কথা শোনার পর আগামী ২৯ এপ্রিল শুনানীর দিন ধার্য করেন।
আদালত সূত্র জানায়, ফেনীর সোনাগাজী উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি ও জেলা ও দায়রা জজ আদালতের কৌশলী এডভোকেট নাসির উদ্দিন বাহার, সোনাগাজী উপজেলা আওয়ামী লীগের সদস্য অ্যাডভোকেট ছোটন কংস বণিক ফেনীতে জুলাই গণঅভ্যুত্থানের একটি হত্যা মামলায় আসামি হয়ে উচ্চ আদালত থেকে জামিন নেন৷ জামিনের মেয়াদ শেষ হওয়ায় মঙ্গলবার দুপুরের দিকে তারা ফেনী জেলা জজ আদালতে জামিনের আবেদন করেন। আদালত বাদী-বিবাদী পক্ষের আইনজীবীদের কথা শুনে আগামী ২৯ মার্চ পর্যন্ত জামিনের সময় বৃদ্ধি করেন। একই সঙ্গে মামলার এজহারে উল্লেখিত ঘটনার দিন দুই আসামির অবস্থান কোথায় ছিল তা নির্ণয় করে প্রতিবেদন দেওয়ার জন্য পুলিশকে নির্দেশ দেন। আগামী ২৯ মার্চ মামলার শুনানির দিন নির্ধারণ করা হয়।
ফেনী জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) এডভোকেট মেজবাহ উদ্দিন খান বলেন, দুই আইনজীবীর জামিনের বিষয়ে আদালত উভয় পক্ষের আইনজীবীর কথা শুনেছেন। আগামী ২৯ মার্চ পর্যন্ত জামিনের সময় বর্ধিত করা হয়েছে৷ ওইদিন জামিনের শুনানি অনুষ্ঠিত হবে।
বিএনপির প্রতি কোটি কোটি মানুষের আস্থা রয়েছ: তারেক রহমান


প্রেসনোট নিউজ ডেস্ক: তারেক রহমান বলেছেন, গত ১৫ বছর আপনারা প্রায় প্রতিটি নির্যাতিত হয়েছেন এদেশের মানুষের রাজনৈতিক অধিকার, অর্থনৈতিক অধিকার প্রতিষ্ঠা করার জন্য। একজন রাজনৈতিক কর্মী হিসেবে, একটি রাজনৈতিক হিসেবে সফলতা হিসেবে দেখি যখন আমাদের মিছিলে অনেক লোকজন, মিছিল অনেক লম্বা। আমি আজ থেকে ৭ মাস আগে বলেছিলাম অদৃশ্য অনেক শক্তি, অদৃশ্য অনেক শত্রু রয়েছে। আজকে তা সত্য হচ্ছে। অদৃশ্য অনেক শত্রু, প্রতিপক্ষ আস্তে আস্তে দৃশ্যমান হচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, আমাদের মাঝে কেউ যদি জনসমর্থন কমে যায় এমন কাজ করে তাকে এড়িয়ে যেতে হবে। তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে।
মঙ্গলবার (২২ এপ্রিল) সন্ধ্যায় রাষ্টকাঠামো মেরামতে ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে লালমনিরহাট জেলা বিএনপির উদ্যোগে দিনব্যাপী কর্মশালায় প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হয়ে এসব কথ বলেন তিনি।
বক্তব্য তারেক রহমান বলেন, যতগুলো রাজনৈতিক সরকার বাংলাদেশ পরিচালনা করেছে হিসেব করলে জনগনের কল্যানের জন্য সবচেয়ে বেশি কাজ বিএনপি করেছে। এই দলের প্রতি কোটি কোটি মানুষের আস্থা রয়েছে।
তারেক রহমান বলেন, আমরা এই দেশের ২০ কোটি মানুষের সামনে কমিটমেন্ট দিয়েছি ৩১ দফার মাধ্যমে। আমরা তা জনগণের সমর্থনে তা বাস্তবতায়ন করবো। আমরা এমন সময় দেশ ও জাতির সামনে ৩১ দফা উপস্থাপন করেছিলাম যখন স্বৈরাচারী সরকারের রক্তচক্ষু উপেক্ষা করে কথা বলার সাহস করতো না কেউ। কিন্তু আমরা স্বৈরাচারীর রক্তচক্ষু উপেক্ষা করে ৩১ দফা দিয়েছি বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
তিনি বলেন, রাজনৈতিক, অর্থনৈতিক ক্ষেত্রে কাজ করেছে এই দল। বাংলাদেশ খাদ্যে সয়ং সম্পূর্ণ ও বিদেশে রপ্তানি, খাল খনন, কৃষক পানি সমস্যার সমাধান করা, নারর শিক্ষা, অর্থনৈতিকভাবে দেশকে শক্তিশালী করার জন্য কোটি মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করা, শিল্পায়ন বিপ্লব ঘটনোর জন্য সংস্কার ও কাজ করছ। বিভিন্ন কথা বলতে পারে ভিন্ন মতের মানুষ। গণতান্ত্রিক দেশের ভিন্ন মত থাকতেই পারি। আমরা জনগণের সমর্থন নিয়ে সরকার গঠন করবো। সকলে নিয়ে আগামীর বাংলাদেশ গড়ার লক্ষ্যে কাজ করার অভিমত ব্যক্ত করেন তিনি।
এর আগে লালমনিরহাট জেলা বিএনপির সভাপতি ও বিএনপির সাংগঠনিক সম্পাদক(রংপুর বিভাগ) আসাদুল হাবিব দুলুর সভাপতিত্বে দিনব্যাপী এ কর্মশালার উদ্বোধন করেছেন বিএনপির যুগ্ন মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী। উদ্বোধনী বক্তব্যে বিএনপির এই নেতা ২০১৪ সালে নির্বাচনী পরিবেশ ছিলো না বলে মন্তব্য করেন। এছাড়া ২০১৮ এর ভোটে তৎকালীন সরকারের নিরপেক্ষ নির্বাচনের প্রতিশ্রুতিতে বিশ্বাস করে ভোটে গেলেও নিরপেক্ষ ভোট হয়নি। সেসময়কার নির্বাচনে রাতের ভোটে প্রশাসনমহলও আওয়ামীগকে সহযোগীতা করেছে বলে অভিযোগ করেন তিনি।
একই দিনে বিএনপির প্রশিক্ষণ বিষয়ক কমিটির আয়োজনে গাইবান্ধা ও কুড়িগ্রাম জেলা বিএনপির উদ্যোগে দিনব্যাপী এই প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। প্রতিটি জেলা বিএনপির প্রশিক্ষণ বিষয়ক কর্মশালা ও বিএনপির কেন্দ্রীয় নেতৃত্ববৃন্দ এবং স্ব স্ব জেলা ও উপজেলা বিএনপিসহ এর অংঘ সংগঠনের নেতৃবৃন্দগণ উপস্থিত ছিলেন।
জাপানকে হটিয়ে বিশ্বের চতুর্থ বৃহত্তম অর্থনীতি এখন ক্যালিফোর্নিয়া


প্রেসনোট আন্তর্জাতিক ডেস্ক: ক্যালিফোর্নিয়ার অর্থনীতি জাপানকে ছাড়িয়েছে; তাতে মার্কিন অঙ্গরাজ্যটি এখন বিশ্বের চতুর্থ বৃহত্তম অর্থনৈতিক শক্তি হয়ে উঠেছে।
বিবিসি লিখেছে, গভর্নর গ্যাভিন নিউসম আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) এবং ইউএস ব্যুরো অব ইকোনমিক অ্যানালাইসিসের নতুন তথ্য তুলে ধরে ক্যালিফোর্নিয়ার প্রবৃদ্ধি দেখিয়েছেন।
পরিসংখ্যান অনুযায়ী, ২০২৪ সালে ক্যালিফোর্নিয়ার মোট দেশজ উৎপাদন (জিডিপি) ৪ দশমিক ১০ ট্রিলিয়ন ডলারে উন্নীত হয়েছে, যেখানে জাপানে এর পরিমাণ ৪ দশমিক ০১ ট্রিলিয়ন ডলার। মার্কিন অঙ্গরাজ্যটি এখন কেবল জার্মানি, চীন এবং সামগ্রিকভাবে যুক্তরাষ্ট্রের পেছনে রয়েছে।
নিউসমের ভাষ্য, “ক্যালিফোর্নিয়া কেবল বিশ্বের সাথে তাল মিলিয়ে চলছে না – আমরা গতিপথ ঠিক করছি।”
বিবিসি লিখেছে, নতুন ওই পরিসংখ্যান এমন এক সময়ে প্রকাশিত হলো, যখন গভর্নর নিউসম মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্কনীতির বিরুদ্ধে কথা বলেছেন এবং ক্যালিফোর্নিয়ার অর্থনীতির ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন।
যুক্তরাষ্ট্রে শিল্প ও কৃষি উত্পাদনে ক্যালিফোর্নিয়ার বড় হিস্যা রয়েছে। তাছাড়া এটি প্রযুক্তিগত উদ্ভাবন ও বিশ্বের বিনোদন শিল্পের কেন্দ্র। যুক্তরাষ্ট্রের বৃহত্তম দুই সমুদ্র বন্দরেরও অবস্থান সেখানে।
ট্রাম্পের যে নীতির কারণে বৈশ্বিক বাজার ও বাণিজ্যে বিপর্যয় দেখা দিয়েছে, সেই শুল্কনীতি আরোপের ক্ষমতা চ্যালেঞ্জ করে একটি মামলা করেছেন বিশিষ্ট ডেমোক্রেটিক ও ২০২৮ সালের সম্ভাব্য প্রেসিডেন্ট প্রার্থী নিউসম।
বিবিসি লিখেছে, উচ্চ শুল্কের ওপর ৯০ দিনের স্থগিতাদেশ ঘোষণার পর প্রেসিডেন্ট ট্রাম্প যুক্তরাষ্ট্রে আমদানি করা পণ্যে প্রায় সব দেশের ওপর ১০ শতাংশ শুল্ক আরোপ করেছেন।
মেক্সিকো ও কানাডার ওপর বাড়তি ২৫ শতাংশ শুল্ক আরোপ করা হয়েছে। আর চীনের ওপর শুল্ক আরোপের ফলে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতির দেশটির সঙ্গে ‘সর্বাত্মক বাণিজ্য যুদ্ধ’ শুরু হয়েছে।
ট্রাম্প যুক্তরাষ্ট্রে আসা চীনা পণ্যের ওপর ১৪৫ শতাংশ পর্যন্ত আমদানি শুল্ক আরোপ করেছেন এবং তার পাল্টায় মার্কিন পণ্যের ওপর ১২৫ শতাংশ শুল্ক আরোপ করেছে চীন।
ট্রাম্প প্রশাসন গত সপ্তাহে বলেছিল, বিদ্যমান শুল্কের সঙ্গে নতুন শুল্ক যুক্ত হলে কিছু চীনা পণ্যের উপর শুল্ক ২৪৫ শতাংশে পৌঁছাতে পারে।
নিজের অঙ্গরাজ্যের অর্থনীতির ভবিষ্যৎ সম্পর্কে উদ্বেগের কথা জানিয়েছেন নিউসম।
“আমরা যখন এই সাফল্য উদযাপন করছি, তখন বর্তমান ফেডারেল প্রশাসনের বেপরোয়া শুল্ক নীতির কারণে আমাদের অগ্রগতি হুমকির মুখে রয়েছে।
“ক্যালিফোর্নিয়ার অর্থনীতি জাতিকে শক্তি যোগায় এবং এটিকে অবশ্যই রক্ষা করতে হবে।”
ট্রাম্প যুক্তি দেখিয়েছেন, তার বাণিজ্য যুদ্ধ বছরের পর বছর ধরে যুক্তরাষ্ট্রে কর আরোপের পরে কেবল ‘খেলার মাঠকে সমান’ করছে।
ট্রাম্প তার বাণিজ্যযুদ্ধকে এমনভাবে তুলে ধরছেন যে- যুক্তরাষ্ট্রের উপর বছরের পর বছর ধরে যে শুল্ক আরোপ হয়েছে, সেটিতে যৌক্তিক অবস্থায় নেওয়া।
বিবিসি লিখেছে, যুক্তরাষ্ট্রে কারখানা স্থাপন ও কর্মসংস্থান সৃষ্টিকে উৎসাহিত করতেই এই শুল্ক আরোপ করা হয়েছে। এটি তার অর্থনৈতিক কার্যপ্রণালীর একটি প্রধান খুঁটি, সেই সঙ্গে সুদের হার কমাতে চান তিনি, যাতে করে আমেরিকানদের ঋণের ব্যয় কমে।
নতুন তথ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্রের জিডিপি ২৯ দশমিক ১৮ ট্রিলিয়ন ডলার, চীনের ১৮ দশমিক ৭৪ ট্রিলিয়ন ডলার এবং জার্মানির ৪ দশমিক ৬৫ ট্রিলিয়ন ডলারের পেছনেই রয়েছে ক্যালিফোর্নিয়া। ওই দেশগুলোর তুলনায় ক্যালিফোর্নিয়ার প্রবৃদ্ধি যে বেশি তাও পরিসংখ্যানে উঠে এসেছে।
জন্মহার হ্রাস ও বয়স্ক মানুষের সংখ্যা বেড়ে যাওয়ায় জাপানের অর্থনীতি চাপে রয়েছে; তাতে শ্রমশক্তি সংকুচিত হচ্ছে এবং সামাজিক সেবার খরচ বৃদ্ধি পাচ্ছে।
চলতি সপ্তাহে আইএমএফের পূর্বাভাসে জাপানের প্রবৃদ্ধি আরও কমানো হয়েছে। সংস্থাটির ধারণা, শুল্ক বৃদ্ধির প্রভাবে দেশটির কেন্দ্রীয় ব্যাংক ধারণার চাইতেও ধীরে সুদের হার বাড়াবে।