আসছে ফিস নেট মিডিয়া লীগ


আনসার আহমেদ উল্লাহ: মিডিয়া কর্মীদের সাথে নিয়ে খেলাধুলার মাধ্যমে একটি সুন্দর দিন উপভোগ করার জন্য আয়োজন করা হচ্ছে ফিস নেট মিডিয়া লীগ। যেটার আয়োজনে থাকবে বার্কিং রোড় এর লন্ডন ফিস নেট।
গত ৩০ অক্টোবর পূর্ব লন্ডনে নিউহাম এলাকার এক রেস্টুরেন্টে সাংবাদিকদের সাথে মতমিনিময় সভায় এ কথা বলেন লন্ডন ফিস নেট এর পরিচালক আবু হাসান। এই অনুষ্টানে আরো উপস্থিত ছিলেন ফিস নেট মিড়িয়া লীগ এডভাইজার আঙ্গুর মিয়া, মিডিয়া এডভাইজার হেফাজুল করিম রকিব, সাংবাদিক আনসার আহমদ উল্লাহ, লন্ডন বাংলা প্রেস ক্লাবের সহসভাপতি রহমত আলী, ট্রেজারার সালেহ আহমদ, সাবেক ট্রেজারার আ স মাসুম, মিড়িয়া এন্ড আইটি সেক্রেটারি মোহাম্মদ আবদুল হান্নান, সদস্য এম এ কাইয়ুম, সরওয়ার হোসেন, সাংবাদিক মোজাহেদুল ইসলাম, শেখ মুহিতুর রহমান বাবলু, চৌধুরী মুরাদ, সাকের হোসাইন, মাহবুব খানসুর, শাহ রহমান বেলাল,খালেদ মাসুদ রনি, মোহাম্মাদ মাসুদুজামান, কামরুল আই রাসেল, তানবির হাসান সহ অনেকে।
সভায় আবু হাসান বলেন, আমি খেলাধুলা পছন্দ করি অনেক। মিডিয়াকর্মীদের প্রতি আমার দূর্বলতা রয়েছে, কমিউনিটির এগিয়ে যাওয়া, ব্যবসা বানিজ্যের প্রসার থেকে শুরু করে সবকিছুতে মিডিয়ার্মীদের অন্যন্যা ভুমিকা রয়েছে। তাদেরকে নিয়ে খেলাধুলার মাধ্যমে সুন্দর সময় কাটাতে এই আয়োজন।
তিনি বলেন আগামী বছরের জুনের শেষে ফিস নেট মিডিয়া লীগ আশা করি মাঠে গড়াবে। তিনি সবার সহিযোগতা কামনা করেন।
প্রবাসীদের ভিআইপি মর্যাদা দেব বিমানবন্দরে: প্রধান উপদেষ্টা


অনুপম নিউজ ডেস্ক: প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, প্রবাসীদের সহযোগিতার কারণে বাংলাদেশের ভঙ্গুর অর্থনীতি আবার ঘুরে দাঁড়াতে সক্ষম হয়েছে।
এ সময় বিমানবন্দরে প্রবাসীদের জন্য সেবা আরও সহজ করার প্রসঙ্গে প্রধান উপদেষ্টা বলেন, ‘বিমানবন্দরে প্রবাসীদের ভিআইপি মর্যাদায় সেবা প্রদান করা হবে।প্রবাসীদের দেশে আসা-যাওয়া যেন শান্তিপূর্ণ ও আনন্দদায়ক হয়, আমরা সেই ব্যবস্থা করব।’
বৃহস্পতিবার কাতারের রাজধানী দোহায় প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে এক মতবিনিময় সভায় প্রধান উপদেষ্টা এসব কথা বলেন।
অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব গ্রহণের সময় উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত ভঙ্গুর অর্থনীতির প্রসঙ্গ উল্লেখ করে প্রবাসীদের উদ্দেশে ড. ইউনূস বলেন, ‘আমরা আজ যে শক্ত হয়ে দাঁড়াতে পেরেছি তার মূলে আপনারা। আপনারা সহযোগিতা না করলে আমরা আবার ঘুরে দাঁড়াতে পারতাম না। আপনারা কখনো আমাদের থেকে বিচ্ছিন্ন ভাববেন না।’
বিমানে পণ্য পরিবহণের ক্ষেত্রে কার্গো ভাড়া কমানোর দাবি জানান ব্যবসায়ীরা। এর জবাবে অধ্যাপক ইউনূস বলেন, ‘সর্বোচ্চ অগ্রাধিকার ভিত্তিতে বিমান পরিবহণ দ্রুত করা এবং কার্গো ভাড়া কমানোর পদক্ষেপ গ্রহণ করেছি। ঢাকা বিমানবন্দর ছাড়াও চট্টগ্রাম ও সিলেট বিমানবন্দর থেকে কিভাবে সহজে পণ্য পরিবহণ করা যায়, তা নিয়েও আমরা কাজ করছি।’
তিনি বলেন, সাধারণত যাত্রী পরিবহণকে গুরুত্ব দেওয়া হয়। তবে এখন আমরা বিমানে পণ্য পরিবহণকে বিশেষ গুরুত্ব দিয়ে কাজ করছি।
প্রধান উপদেষ্টা জানান, পাসপোর্টসহ সব ধরনের সেবা অনলাইন করা হচ্ছে। এক্ষেত্রে সরকারকে পরামর্শ দিতে তিনি প্রবাসীদের প্রতি আহ্বান জানান।
মতবিনিময় সভায় পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন, জ্বালানি উপদেষ্টা ফাওজুল কবির খান, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান, প্রধান উপদেষ্টার কার্যালয়ের এসডিজিবিষয়ক মুখ্য সমন্বয়ক লামিয়া মোরশেদ, প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম, কাতারে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. নজরুল ইসলাম উপস্থিত ছিলেন।
হবিগঞ্জ: আধিপত্য বিস্তার নিয়ে দু’পক্ষের সংঘর্ষে আহত অর্ধশতাধিক


প্রেসনোট নিউজ ডেস্ক: হবিগঞ্জের আজমিরীগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে উভয় পক্ষের আহত হয়েছেন অন্তত অর্ধশতাধিক ব্যক্তি।
শুক্রবার (২৫ এপ্রিল) সকালে আজমিরীগঞ্জের নোয়াগড় গ্রামে ঘণ্টাব্যাপী এই সংঘর্ষ হয়।
স্থানীয়রা জানান, নোয়াগড় গ্রামে আধিপত্য বিস্তার নিয়ে শাহজাহান মেম্বার ও আক্তার মিয়ার মধ্যে বিরোধ চলে আসছিল। এর জের ধরে আজ সকালে উভয়পক্ষ দেশীয় অস্ত্র নিয়ে ঘণ্টাব্যাপী সংঘর্ষে জড়ায়।
এতে উভয়পক্ষের প্রায় অর্ধশত লোক আহত হয়েছে। আহতদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। সংঘর্ষে ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
আজমিরীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এটি এম মাহিদুল হাসান বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘটনার খবর পেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে।
ফের কর্মবিরতিতে যাওয়ার ঘোষণা প্রাথমিক শিক্ষকদের


প্রেসনোট নিউজ ডেস্ক: সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা ফের কর্মবিরতিতে যাওয়ার ঘোষণা দিয়েছেন।সহকারী শিক্ষক পদকে চাকিরতে ঢোকার পদ ধরে ১১তম গ্রেডে বেতন নির্ধারণ, চাকরির ১০ বছর ও ১৬ বছর পূর্তিতে উচ্চতর গ্রেড পাওয়ার জটিলতা নিরসন ও প্রধান শিক্ষকের শতভাগ পদে সহকারী শিক্ষকদের পদোন্নতিসহ দ্রুত পদোন্নতি দেওয়ার দাবিতে কর্মবিরতি কর্মসূচি ঘোষণা করেছেন তারা।
প্রাথমিকের সহকারী শিক্ষকদের সংগঠনগুলোর মোর্চা প্রাথমিক সহকারী শিক্ষক সংগঠন ঐক্য পরিষদের ব্যানারে এ কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
মোর্চাভুক্ত সংগঠন বাংলাদেশ প্রাথমিক সহকারী শিক্ষক সমাজের সভাপতি মো. আনিসুর রহমান শনিবার বিকালে বলেন, “প্রাথমিক ও উপানুষ্ঠানিক শিক্ষা সংস্কারে পরামর্শক কমিটি শিক্ষকদের বেতন এন্ট্রি লেভেলে ১২তম গ্রেডে নির্ধারণ ও চার বছর পর পদোন্নতি দিয়ে ১১তম গ্রেড দেওয়ার সুপারিশ করেছে। কিন্তু আমরা চাচ্ছি এন্ট্রি পদেই সহকারী শিক্ষকদের ১১তম গ্রেডে বেতন। আর উচ্চতর গ্রেড পাওয়ার জটিলতা নিরসন ও প্রধান শিক্ষকের শতভাগ পদে সহকারী শিক্ষকদের পদোন্নতির দাবিতে কর্মসূচি ঘোষণা করেছি।
“আগামী ৫ মে থেকে কর্মবিরতি শুরু হবে। ৫ থেকে ১৫ মে এক ঘণ্টা, ১৬ থেকে ২০ মে দুই ঘণ্টা কর্মবিরতি পালন করবেন শিক্ষকরা। আর ২১ থেকে ২৫ মে অর্ধদিবস কর্মবিরতি পালন করা হবে। আর ২৬ মে থেকে দাবি আদায় না হওয়া পর্যন্ত লাগাতার পূর্ণদিবস কর্মবিরতি পালন করবেন শিক্ষকরা।”
বর্তমানে সহকারী শিক্ষকরা ১৩তম গ্রেডে ও প্রধান শিক্ষকরা ১১তম গ্রেডে বেতন পাচ্ছেন। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর গত অক্টোবরে প্রাথমিক ও উপানুষ্ঠানিক শিক্ষা সংস্কারে পরামর্শক কমিটি গঠন করা হয়। এর আহ্বায়ক করা হয় ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের এমিরেটাস অধ্যাপক মনজুর আহমেদকে। কমিটিতে একজন সদস্য সচিব এবং ৭ জন সদস্য ছিলেন। গত ১০ ফেব্রুয়ারি কমিটি সুপারিশ প্রতিবেদন জমা দেয়।
কমিটির পক্ষ থেকে, সহকারী শিক্ষক পদ বিলুপ্ত করে এন্ট্রি লেভেলের শিক্ষক পদে ১২ তম গ্রেডে বেতন দেওয়ার সুপারিশ করা হয়েছে। প্রধান শিক্ষকদের বেতন ১০ম গ্রেডে দেওয়া এবং পদোন্নতির মাধ্যমে প্রধান শিক্ষক পদে নিয়োগের সুপারিশ করা হয়েছে।
প্রতিবেদন জমা দেওয়ার পর রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক প্রেস ব্রিফিংয়ে কমিটির আহ্বায়ক অধ্যাপক মনজুর আহমেদ বলেছিলেন, “বর্তমানে শিক্ষকরা ১৩তম গ্রেডে আছেন এবং প্রধান শিক্ষকের জন্য সরকার ১১তম গ্রেড দিয়েছে। প্রধান শিক্ষকদের ১০ম গ্রেডে পদায়নের দাবি উচ্চ আদালতে সমর্থন পেয়েছে, কিন্তু সরকার এ ব্যাপারে রিভিউ আবেদন করেছে।
সমগ্র পরিস্থিতি বিবেচনায় শিক্ষকদের স্বতন্ত্র মর্যাদা ও উচ্চতর বেতন কাঠামো প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত কমিটির অর্ন্তবর্তী সুপারিশ হল, শিক্ষক পদে প্রবেশ ১২তম গ্রেডে, দুই বছর পর স্থায়ীকরণ, আরো দুই বছর পর ১১তম গ্রেডে সিনিয়র শিক্ষক হিসেবে পদোন্নতি।
“প্রধান শিক্ষকের ক্ষেত্রে সুপারিশ হল, সরকারের রিভিউ আবেদন প্রত্যাহার ও প্রধান শিক্ষকের জন্য ১০ম গ্রেড নির্ধারণ এবং সকল প্রধান শিক্ষক পদোন্নতির মাধ্যমে নিয়োগ। শিক্ষক এবং প্রধান শিক্ষক নিয়মানুসারে উচ্চতর স্কেল পাওয়ার যোগ্য হবেন।”
২১ দিনে প্রায় ১.৯৬ বিলিয়ন মার্কিন ডলার রেমিট্যান্স এসেছে


২০২৪-২৫ অর্থবছরে এপ্রিল মাসের প্রথম ২১ দিনে প্রবাসী বাংলাদেশীরা প্রায় ১.৯৬ বিলিয়ন মার্কিন ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন, যা প্রবাসী আয়ের প্রবাহে ধারাবাহিকভাবে শক্তিশালী প্রবণতা অব্যাহত রেখেছে।
এর আগে মার্চ মাসে রেকর্ড পরিমাণ ৩.২৯ বিলিয়ন মার্কিন ডলার রেমিট্যান্স এসেছে, যা দেশের ইতিহাসে সর্বোচ্চ।
বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ হালনাগাদ তথ্য অনুযায়ী, চলতি এপ্রিল মাসের প্রথম ২১ দিনে প্রবাসীরা দেশে প্রায় ১.৯৬ বিলিয়ন ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন। ২০২৪ সালের একই সময়ে রেমিট্যান্স এসেছে ১.৩৯ বিলিয়ন মার্কিন ডলার।
২০২৪ সালের পুরো এপ্রিল মাসে দেশে পাঠানো প্রবাসী আয়ের পরিমাণ ছিল ২.০৪ বিলিয়ন ডলার। তার বিপরীতে চলতি বছর এপ্রিলের ২১ দিনের মধ্যেই এসেছে ১.৯৬ বিলিয়ন ডলার। সে অনুযায়ী ২১শে এপ্রিল, ২০২৫ তারিখে একদিনে বাংলাদেশ ৮৫ মিলিয়ন ডলার রেমিট্যান্স পেয়েছে।
কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, ২০২৪ সালের জুলাই থেকে ২০২৫ সালের ২১শে এপ্রিল পর্যন্ত রেমিট্যান্স ২৮.৬ শতাংশ বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে ২৩.৭৫ বিলিয়ন ডলারে, যা আগের অর্থবছরের একই সময়ে (জুলাই ২০২৩ থেকে ২১ এপ্রিল ২০২৪) ছিল ১৮.৪৭ বিলিয়ন ডলার।
আদালতে দুই আইনজীবীর আত্মসমর্পণ


প্রেসনোট নিউজ ডেস্ক: বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে হত্যা মামলায় ফেনী জেলা জজ আদালতে আত্মসমর্পণ করেছেন দুই আইনজীবী। উচ্চ আদালতে জামিনের মেয়াদ শেষ হওয়ায় মঙ্গলবার (২২ এপ্রিল) দুপুরের দিকে ফেনী জেলা জজ আদালতে হাজির হয়ে আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট নাসির উদ্দিন বাহার ও ছোটন কংস বনিক জামিন আবেদন করলে আদালত উভয় পক্ষের আইনজীবীর কথা শোনার পর আগামী ২৯ এপ্রিল শুনানীর দিন ধার্য করেন।
আদালত সূত্র জানায়, ফেনীর সোনাগাজী উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি ও জেলা ও দায়রা জজ আদালতের কৌশলী এডভোকেট নাসির উদ্দিন বাহার, সোনাগাজী উপজেলা আওয়ামী লীগের সদস্য অ্যাডভোকেট ছোটন কংস বণিক ফেনীতে জুলাই গণঅভ্যুত্থানের একটি হত্যা মামলায় আসামি হয়ে উচ্চ আদালত থেকে জামিন নেন৷ জামিনের মেয়াদ শেষ হওয়ায় মঙ্গলবার দুপুরের দিকে তারা ফেনী জেলা জজ আদালতে জামিনের আবেদন করেন। আদালত বাদী-বিবাদী পক্ষের আইনজীবীদের কথা শুনে আগামী ২৯ মার্চ পর্যন্ত জামিনের সময় বৃদ্ধি করেন। একই সঙ্গে মামলার এজহারে উল্লেখিত ঘটনার দিন দুই আসামির অবস্থান কোথায় ছিল তা নির্ণয় করে প্রতিবেদন দেওয়ার জন্য পুলিশকে নির্দেশ দেন। আগামী ২৯ মার্চ মামলার শুনানির দিন নির্ধারণ করা হয়।
ফেনী জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) এডভোকেট মেজবাহ উদ্দিন খান বলেন, দুই আইনজীবীর জামিনের বিষয়ে আদালত উভয় পক্ষের আইনজীবীর কথা শুনেছেন। আগামী ২৯ মার্চ পর্যন্ত জামিনের সময় বর্ধিত করা হয়েছে৷ ওইদিন জামিনের শুনানি অনুষ্ঠিত হবে।