বিসিএ অ্যাওয়ার্ডস ২০২৫ রোববার, ৯ নভেম্বর
দৈনিক প্রেসনোট
লন্ডন অফিস: যুক্তরাজ্যের বাংলাদেশ ক্যাটারার্স অ্যাসোসিয়েশনের (বিসিএ) অ্যাওয়ার্ডস ২০২৫ এর অনুষ্ঠানমালার ঘোষণা দেওয়া হয়েছে। এ আয়োজনের মধ্য দিয়ে যুক্তরাজ্যের কারি শিল্পে বিসিএ’র ৬৫ বছরের ঐতিহাসিক ঐতিহ্যের ধারাবাহিকতা উদযাপন করবে।
এ উপলক্ষে ৫ আগস্ট মঙ্গলবার মুম্বাই স্কোয়ার 7 Middlesex Street, London, E1 7AA-এ এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এ বছরের প্রতিপাদ্য ‘ঐতিহ্যের গৌরব, আগামীর প্রত্যয়’। এই প্রতিপাদ্যের সারকথা হল, বিসিএ’র ছয় দশকেরও বেশি সময়ের নিষ্ঠা, উন্নয়ন ও উদ্দেশ্য সকলের সামনে তুলে ধরা।
সংবাদ সম্মেলনে জানানো হয়েছে, বিসিএ অ্যাওয়ার্ডস ২০২৫ অনুষ্ঠিত হবে রোববার, ৯ নভেম্বর ২০২৫, পার্ক প্লাজা ওয়েস্টমিনস্টার ব্রিজ হোটেল, লন্ডন, SE1 7UT -এ ঠিকানায়।
সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করেন ওলি খান এমবিই। তিনিসহ এতে আরও বক্তব্য রাখেন, আতিক রহমান বিএইএম আহ্বায়ক, অ্যাওয়ার্ড কমিটি, টিপু রহমান প্রধান কোষাধ্যক্ষ, এম এম কামাল ইয়াকুব, সাবেক সভাপতি।
সংবাদ সম্মেলনে জানানো হয়েছে,আসন্ন ঐতিহাসিক অনুষ্ঠানে উপস্থিত থাকবেন খ্যাতনামা রেস্টুরেন্ট মালিক, বিশিষ্ট ব্যক্তিবর্গ, নীতিনির্ধারক, এবং গণমাধ্যম ব্যক্তিত্ব, যারা যুক্তরাজ্যের বাংলাদেশি কারি খাতের অসামান্য অবদানকে উদযাপন করবেন।
উল্লেখ্য, এটি বিসিএ অ্যাওয়ার্ডস-এর ১৮তম বছর। এ পুরস্কার কেবল শ্রেষ্ঠত্বকে স্বীকৃতি দেয় না, বরং ব্রিটেনের সবচেয়ে প্রিয় খাদ্য-সংস্কৃতির ঐতিহ্যকে শীর্ষে তুলে ধরে।
প্রথমদিকের পথিকৃৎ রেস্টুরেন্ট ব্যবসায়ীদের হাত ধরে কারি যুক্তরাজ্যের প্রধান সড়কগুলোতে স্থান পেয়েছে। আর আজকের তরুণ ও সৃজনশীল শেফরা সেই ঐতিহ্যকে আধুনিক স্বাদে উপস্থাপন করছেন। বিসিএ ব্রিটিশ খাদ্য সংস্কৃতির এক অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছে।’’
আরও জানানো হয়েছে, ‘‘গত বছর চালু হওয়া ইয়ং কারি শেফ অ্যাওয়ার্ডের সফলতা থেকে অনুপ্রাণিত হয়ে বিসিএ নতুন প্রতিভা অন্বেষণে, রান্নাঘরে বৈচিত্র্য বৃদ্ধিতে, এবং বিশেষ করে নারী শেফদের জন্য নতুন সুযোগ তৈরিতে কাজ করে যাচ্ছে।’’
বিসিএ প্রেসিডেন্ট ওলি খান এমবিই বলেন: “৬৫ বছর পূর্তি একটি অসাধারণ অর্জন। এটি আমাদের কমিউনিটির সংকল্প, সৃজনশীলতা ও সহনশীলতার প্রমাণ। আমাদের রেস্টুরেন্টগুলো শুধু খাবার সরবরাহ করে না—এগুলো আমাদের সংস্কৃতির দূত। আমরা যেমন অতীত ঐতিহ্যের গৌরব উদযাপন করছি, তেমনি ভবিষ্যৎ গঠনে নতুন প্রতিভা ও সাহসী চিন্তাধারাকে উৎসাহ দিচ্ছি।”
মিতু চৌধুরী, সেক্রেটারি-জেনারেল, বলেন: “এই মাইলস্টোন আমাদের জন্য এমন একটি সময়, মানে, যারা শুরু করেছিলেন, তাদের প্রতি শ্রদ্ধা জানানো এবং যারা নতুন পথ দেখাচ্ছেন, তাদের সম্মান করার একটি ঐতিহাসিক অধ্যায়। বিসিএ অ্যাওয়ার্ডস আমাদের অতীতের গৌরব আর ভবিষ্যতের আশা — দুটোই উদযাপন করছে।”
চিফ ট্রেজারার টিপু রহমান বলেন: “৬৫ বছর ধরে আমাদের সদস্যরা যুক্তরাজ্যের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছেন—চাকরি তৈরি, কমিউনিটি সহায়তা, ও ব্রিটিশ সংস্কৃতিকে সমৃদ্ধ করা—সবকিছুর পেছনে রয়েছে তাদের অক্লান্ত পরিশ্রম। বিসিএ অ্যাওয়ার্ডস কেবল রন্ধনশিল্পে শ্রেষ্ঠত্বের স্বীকৃতি নয়, এটি উদ্যোক্তাদের দীর্ঘস্থায়ী সাফল্যেরও উৎসব।”
সংবাদ সম্মেলনে আরও জানানো হয়েছে, ‘‘এই ঐতিহাসিক বছরে বিসিএ তার সদস্যদের স্বার্থ রক্ষায় অঙ্গীকারবদ্ধ।
যেমন: ব্যয়বৃদ্ধির চাপ, ইমিগ্রেশন নীতির সংস্কার, এবং দক্ষতা উন্নয়ন বিষয়ে সোচ্চার থাকা।
এছাড়াও, বিসিএ বহু-সাংস্কৃতিকতা, উদ্ভাবন, এবং টেকসইতা-কে ব্রিটেনের রন্ধনজগতের অংশ করে তোলায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এই ৬৫তম বর্ষপূর্তি শুধু অতীত ঐতিহ্যের উৎসব নয়, এটি ভবিষ্যতের জন্য একটি আন্তরিক আহ্বান, যাতে প্রতিষ্ঠিত ব্যবসাগুলোকে আরও শক্তিশালী করা হয়। যাতে নতুন প্রতিভাকে এগিয়ে নিতে সহায়তা করে, ঐতিহ্যকে সংরক্ষণ করে, সেই উদ্ভাবনকে গ্রহণ করতে আন্তরিক থাকা, যা ব্রিটেনের কারি শিল্পকে জীবন্ত ও সফল রাখতে পারে ‘’
এতে সংবাদ পাঠ করেন প্রেস ও প্রকাশনা সম্পাদক নাজ ইসলাম, শেফ কমিটির প্রধান শামসুল আলম খান, রেস্টুরেন্ট কমিটির প্রধান এম কে জামান জুয়েল।
সংবাদ সম্মেলনটি স্পনসর করেছেন, ররি নেইলার – সেলস ডিরেক্টর, কোবরা, রাজন লাল – চ্যানেল ম্যানেজার, কিংফিশার, ডেভিড রয়স্টন – স্কয়ার মাইল ইনস্যুরেন্স, স্টিভেন ইংল্যান্ড – অ্যাডভান্স অ্যাকাউন্টিং, শাহেদ উদ্দিন – পেট্যাপ। সংবাদ সম্মেলনে উপস্থিত সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন ফরহাদ হুসেইন টিপু – অর্গানাইজিং সেক্রেটারি।
পাকিস্তান আফগানিস্তান সংঘর্ষ: ২০০ জন নিহত
দৈনিক প্রেসনোট
প্রেসনোট নিউজ ডেস্ক: পাকিস্তান সেনাবাহিনী আজ রোববার জানিয়েছে, রাতভর সীমান্ত সংঘর্ষে আফগানিস্তানের তালেবান ও তাদের সহযোগী সংগঠনের ২০০ যোদ্ধা নিহত হয়েছে। এসময় নিজেদের ২৩ জন সৈন্য নিহত হয়েছে বলেও স্বীকার করে পাকিস্তান।
ইসলামাবাদ থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।
পাকিস্তান সেনাবাহিনী এক বিবৃতিতে জানায়, তালেবান শিবির, চেকপোস্ট এবং প্রশিক্ষণ কেন্দ্রগুলোতে গুলিবর্ষণ এবং হামলার পাশাপাশি স্থল অভিযান চালানো হয়।
বিবৃতিতে আরও বলা হয়, এসময় আমাদের ২৩ জন সৈন্য নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরও ২৯ জন। অন্যদিকে, তালেবান ও তাদের সহযোগী সংগঠনের ২ শতাধিক ‘সন্ত্রাসী’কে হত্যা করা হয়েছে।
“কর্মবীর মাওলানা আব্দুর রহমান চৌধুরী সিংকাপনী” জীবনীগ্রন্থের প্রকাশনা অনুষ্ঠান উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত
দৈনিক প্রেসনোট
লন্ডন অফিস: বিশিষ্ট লেখক, গবেষক ও ইতিহাসবিদ অ্যাডভোকেট সৈয়দ জয়নাল আবেদীন রচিত “কর্মবীর মাওলানা আব্দুর রহমান চৌধুরী সিংকাপনী” জীবনীগ্রন্থের প্রকাশনা অনুষ্ঠান উপলক্ষে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
২৬ অক্টোবর (রবিবার) ভ্যালেন্স রোডের কমিউনিটি হলে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন কবি ও কলামিস্ট শিহাবুজ্জামান কামাল এবং পরিচালনা করেন কমিউনিটি ব্যক্তিত্ব, লেখক সাংবাদিক কে. এম. আবু তাহের চৌধুরী।
সভায় বক্তারা বলেন, ব্রিটিশবিরোধী আন্দোলন, আজাদী আন্দোলন, খেলাফত আন্দোলন ও সিলেট গণভোটে মাওলানা আব্দুর রহমান সিংকাপনীর ভূমিকা ইতিহাসে অনন্য। তাঁর জীবন ও কর্ম নতুন প্রজন্মের জন্য অনুপ্রেরণার উৎস।
সভায় মুফতি শায়েখ সালেহ আহমদ, শেখ মো. মফিজুর রহমান, অধ্যাপক এ. কে. শহীদুর রহমান, কাউন্সিলর আবু তালহা চৌধুরী, খান জামাল নুরুল ইসলাম, হাজী আবুল বাশার, ডা. গিয়াস উদ্দিন আহমদ, শফিক মিয়া প্রমুখ বক্তব্য রাখেন।
সভায় আগামী ১৬ বা ২৩ নভেম্বর প্রকাশনা অনুষ্ঠান আয়োজনের সিদ্ধান্ত গৃহীত হয়। একই সঙ্গে একটি প্রকাশনা উদযাপন কমিটি গঠন করা হয়।
কমিটির আহ্বায়ক মাওলানা আব্দুল মালিক এবং যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন মুফতি শায়েখ সালেহ আহমদ, শেখ মো. মফিজুর রহমান, ডা. মোহাম্মদ আবুল লায়েছ, বীর মুক্তিযোদ্ধা এম. এ. মান্নান, কবি শিহাবুজ্জামান কামাল, অধ্যাপক এ. কে. শহীদুর রহমান ও খান জামাল নুরুল ইসলাম।
সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন কে. এম. আবু তাহের চৌধুরী, যুগ্ম সদস্য সচিব মিছবাউর রহমান চৌধুরী, অর্থ সচিব কাউন্সিলর আবু তালহা চৌধুরী, যুগ্ম অর্থ সচিব রুহুল আফসার মোর্শেদ, প্রেস সচিব খালেদ মাসুদ রনি এবং যুগ্ম প্রেস সচিব আমিনুর চৌধুরী।
সভায় আরও উপস্থিত ছিলেন মাহিদুর রহমান, হাফেজ সৈয়দ নায়ীম আহমদ, মাওলানা আব্দুল বাছিত, হাফিজ হোসাইন আহমদ, মাওলানা আবুল হাসনাত চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ মোস্তফা, আলহাজ রফিক উল্লাহ, এম. এ. রব, হাজী ফারুক মিয়া, মো. শফিক আহমদ, হাজী সুরুক মিয়া, শফিক মিয়া, নোমান চৌধুরী, ইকবাল হামিদ চৌধুরী, সুহেল হামিদ চৌধুরী, মিফতাহ চৌধুরী, খালেদ চৌধুরী, আবু আনাছ চৌধুরী, আবু আক্কাছ চৌধুরী, রায়হান চৌধুরী, আব্দুল কাদির আদিল চৌধুরী, মোহাম্মদ হেলাল, সাংবাদিক জয়নাল আবেদীন, শেখ ফারুক আহমদ, মশাহিদুর রহমান, হারুনুর রশীদ, শামসুল ইসলাম মুরাদ ও রেদওয়ানুর রহমানসহ অনেকে।
ঝিনাইদহে জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শোভাযাত্রা
দৈনিক প্রেসনোট
প্রেসনোট নিউজ ডেস্ক: ঝিনাইদহের কালীগঞ্জে জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। উপজেলা ও পৌর যুবদলের আয়োজনে এ কর্মসূচি পালিত হয়।
আজ মঙ্গলবার বিকেল সাড়ে ৪ টায় কালীগঞ্জ শহরের নিমতলা বাজারে সমাবেশ শুরু হয়। উপজেলা যুবদলের আহবায়ক সুজাউদ্দিন পিয়াল সমাবেশে সভাপতিত্ব করেন।
সমাবেশ শেষে সেখান থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়।
শোভাযাত্রায় নেতৃত্ব দেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম সম্পাদক সাইফুল ইসলাম ফিরোজ। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের আহবায়ক সুজাউদ্দিন পিয়াল, পৌর যুবদলের সদস্য সচিব জাহিদুল ইসলাম, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক মোস্তফা কামাল টিটো, মঞ্জুরুল হক খোকাসহ অন্যান্যরা।
কালীগঞ্জ শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে নিমতলা বাজারে দলীয় কার্যালয়ের সামনে এসে শোভাযাত্রাটি শেষ হয়।
এর আগে সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে সাইফুল ইসলাম ফিরোজ বলেন, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দলের মনোনয়ন প্রত্যাশী নেতাদের সঙ্গে বৈঠক করেছেন। তিনি নির্দেশনা দিয়েছেন, ভেদাভেদ ভুলে সবাই যেন ধানের শীষের পক্ষে নির্বাচনে কাজ করে। আমরা ধানের শীষের পক্ষে সবাই মিলেমিশে একসঙ্গে কাজ করতে চাই। যিনিই ধানের শীষের মনোনয়ন পাবেন, আমরা সবাই তার পক্ষেই ধানের শীষের বিজয়ের জন্য কাজ করবো।
ঢাকা বিশ্ববিদ্যালয়ে দিনব্যাপী মানসিক স্বাস্থ্য মেলার আয়োজন
দৈনিক প্রেসনোট
প্রেসনোট নিউজ ডেস্ক: বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উপলক্ষে আজ মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের পাঁচটি গুরুত্বপূর্ণ স্থানে দিনব্যাপী মানসিক স্বাস্থ্য মেলার আয়োজন করা হয়। ‘দুর্যোগ ও সংকটকালে মানসিক স্বাস্থ্য সেবার সহজলভ্যতা’ প্রতিপাদ্যকে সামনে রেখে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্লিনিক্যাল সাইকোলজি বিভাগ এবং বাংলাদেশ ক্লিনিক্যাল সাইকোলজি সোসাইটি যৌথভাবে এই মেলার আয়োজন করে।
মেলা অনুষ্ঠিত হয় বিশ্ববিদ্যালয়ের কার্জন হল, টিএসসি, ডাকসু, হলপাড়া এবং ক্লিনিক্যাল সাইকোলজি বিভাগের নাসিরুল্লাহ ফাউন্ডেশন কনফারেন্স হলে। মেলায় ক্লিনিক্যাল সাইকোলজি বিভাগের এম.এস., এম.ফিল. ও পিএইচ.ডি. পর্যায়ের গবেষকরা বিভাগীয় শিক্ষকদের তত্ত্বাবধানে বিনামূল্যে মানসিক স্বাস্থ্য মূল্যায়ন ও কাউন্সেলিং সেবা প্রদান করেন।
এদিন প্রায় ৫০০ জন অংশগ্রহণকারীকে মানসিক স্বাস্থ্য সেবা প্রদান করা হয়।
মেলায় জানানো হয়, বাংলাদেশে মানসিক স্বাস্থ্য সেবার প্রধান দুটি বাধা হলো- সামাজিক কুসংস্কার (স্টিগমা) এবং সেবার অপ্রতুলতা। এই বাধা দূর করতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্লিনিক্যাল সাইকোলজি বিভাগ ও বাংলাদেশ ক্লিনিক্যাল সাইকোলজি সোসাইটি ১৯৯৭ সাল থেকে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। দেশের সকল সরকারি হাসপাতালে ক্লিনিক্যাল সাইকোলজিস্ট নিয়োগের প্রয়োজনীয়তার ওপরও গুরুত্বারোপ করা হয়।
উল্লেখ্য, বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উপলক্ষে আগামীকাল ২৯ অক্টোবর বিকেল ৩টায় ক্লিনিক্যাল সাইকোলজি বিভাগের নাসিরুল্লাহ ফাউন্ডেশন কনফারেন্স হলে (কলাভবনের ৫০৪০ নম্বর কক্ষ) ‘দুর্যোগ ও সংকটকালে মানসিক স্বাস্থ্য সেবার সহজলভ্যতা’ শীর্ষক একটি সেমিনার অনুষ্ঠিত হবে।
‘দুর্যোগ ও সংকটকালে মানসিক স্বাস্থ্য সেবার সহজলভ্যতা’ প্রতিপাদ্যকে সামনে রেখে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্লিনিক্যাল সাইকোলজি বিভাগ এবং বাংলাদেশ ক্লিনিক্যাল সাইকোলজি সোসাইটি যৌথভাবে এই মেলার আয়োজন করে।
মেলা অনুষ্ঠিত হয় বিশ্ববিদ্যালয়ের কার্জন হল, টিএসসি, ডাকসু, হলপাড়া এবং ক্লিনিক্যাল সাইকোলজি বিভাগের নাসিরুল্লাহ ফাউন্ডেশন কনফারেন্স হলে।
মেলায় ক্লিনিক্যাল সাইকোলজি বিভাগের এম.এস., এম.ফিল. ও পিএইচ.ডি. পর্যায়ের গবেষকরা বিভাগীয় শিক্ষকদের তত্ত্বাবধানে বিনামূল্যে মানসিক স্বাস্থ্য মূল্যায়ন ও কাউন্সেলিং সেবা প্রদান করেন। এদিন প্রায় ৫০০ জন অংশগ্রহণকারীকে মানসিক স্বাস্থ্য সেবা প্রদান করা হয়।
মেলায় জানানো হয়, বাংলাদেশে মানসিক স্বাস্থ্য সেবার প্রধান দুটি বাধা হলো- সামাজিক কুসংস্কার (স্টিগমা) এবং সেবার অপ্রতুলতা। এই বাধা দূর করতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্লিনিক্যাল সাইকোলজি বিভাগ ও বাংলাদেশ ক্লিনিক্যাল সাইকোলজি সোসাইটি ১৯৯৭ সাল থেকে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। দেশের সকল সরকারি হাসপাতালে ক্লিনিক্যাল সাইকোলজিস্ট নিয়োগের প্রয়োজনীয়তার ওপরও গুরুত্বারোপ করা হয়।
১২টি দেশের অংশগ্রহণে শুরু হচ্ছে আন্তর্জাতিক পর্যটন মেলা
দৈনিক প্রেসনোট
প্রেসনোট নিউজ ডেস্ক: রাজধানী ঢাকায় ১২টি দেশের অংশগ্রহণে আগামী বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে আন্তর্জাতিক পর্যটন মেলা বাংলাদেশ ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম ফেয়ার (বিটিটিএফ)।
বাংলাদেশ-চীন মৈত্রী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে তিন দিনব্যাপী এই মেলার আয়োজন করছে দেশের শীর্ষস্থানীয় পর্যটন সংগঠন ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (টোয়াব)। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স মেলার টাইটেল স্পন্সর হিসেবে রয়েছে।
আজ মঙ্গলবার রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে টোয়াব আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়। এতে সভাপতিত্ব করেন টোয়াব সভাপতি মো. রাফিউজ্জামান।
এ বছর মেলায় পাকিস্তান, নেপাল, ভুটান, মালদ্বীপ, সিঙ্গাপুর, ভিয়েতনাম, চীন, শ্রীলঙ্কা, থাইল্যান্ড, মালয়েশিয়া ও তুরস্কসহ ১২টি দেশের পর্যটন-সম্পর্কিত সংস্থা, ট্যুর অপারেটর ও ট্রাভেল এজেন্টরা অংশগ্রহণ করবে।
টোয়াব পরিচালক (বাণিজ্য ও মেলা) মো. তসলিম আমিন শোভন মেলার প্রস্তুতি ও উদ্দেশ্য সম্পর্কে জানান।
শোভন বলেন, এবারের অনুষ্ঠানটি পূর্ববর্তী সংস্করণগুলোর তুলনায় আরো প্রাণবন্ত এবং আকর্ষণীয় হবে।
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়, বাংলাদেশ পর্যটন বোর্ড, বাংলাদেশ পর্যটন কর্পোরেশন, পর্যটন পুলিশ এবং এফবিসিসিআই-এর সহায়তায় এই মেলা আয়োজন করা হচ্ছে।
২০টি প্যাভিলিয়নে ২২০টিরও বেশি স্টলে আন্তর্জাতিক ও দেশীয় বিমান সংস্থা, পর্যটন বোর্ড, ট্রাভেল এজেন্সি, ট্যুর অপারেটর, হোটেল, রিসোর্ট, ক্রুজ লাইনার এবং বিভিন্ন পর্যটন পণ্য ও পরিষেবা প্রদর্শন করা হবে।
এর পাশাপাশি বিটুবি সেশন, সেমিনার এবং দেশীয় উপস্থাপনা পর্ব অন্তর্ভুক্ত থাকবে। প্রতিদিন সাংস্কৃতিক অনুষ্ঠান এবং বাংলাদেশের পর্যটন আকর্ষণগুলোর ওপর তথ্যচিত্রও প্রদর্শন করা হবে।
বাংলাদেশ ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম ফেয়ার অ্যাপের মাধ্যমে মেলায় প্রবেশকারী দর্শনার্থীরা র্যাফেল ড্র-পুরষ্কার জেতার সুযোগ পাবেন এবং মেলার পেমেন্ট পার্টনার বিকাশে ক্যাশব্যাক অফারের মাধ্যমে প্রবেশ ফি পরিশোধ করা যাবে।
সংবাদ সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে টোয়াব সভাপতি বলেন, বিটিটিএফ দেশের বৃহত্তম এবং সর্বাধিক জনপ্রিয় পর্যটন মেলা এবং এর মূল লক্ষ্য হলো- পর্যটনে সচেতনতা বৃদ্ধি এবং টেকসই প্রবৃদ্ধি প্রচার করা।
তিনি আশাবাদ ব্যক্ত করেন, এ বছরের মেলায় ব্যবসা, পর্যটক এবং অংশীদারদের মধ্যে উল্লেখযোগ্য উৎসাহ তৈরি হবে, যা পর্যটন খাত এবং জাতীয় অর্থনীতির প্রবৃদ্ধিতে অবদান রাখবে।
সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন, আইএইচজি সাউথ ওয়েস্ট এশিয়ার এরিয়া জেনারেল ম্যানেজার এবং বিটিটিএফ ২০২৫ এর গোল্ড পার্টনার অশ্বিনী নায়ার, হসপিটালিটি পার্টনার রিজেন্সি হোটেল অ্যান্ড রিসোর্ট লিমিটেডের নির্বাহী পরিচালক শহীদ হামিদ এবং এভিয়েশন অ্যান্ড ট্যুরিজম জার্নালিস্টস ফোরাম অফ বাংলাদেশ (এটিজেএফবি)-এর সভাপতি মো. তানজিম আনোয়ার।
মেলা প্রতিদিন সকাল ১০ টা থেকে রাত ৮ টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে।
মেলায় প্রবেশ টিকিটের মূল্য ৫০ টাকা এবং শিক্ষার্থী, মুক্তিযোদ্ধা এবং জুলাই যোদ্ধারা বিনামূল্যে প্রবেশ করতে পারবেন।

