অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজে বাংলাদেশ নারী দল

দৈনিক প্রেসনোট
আপডেটঃ ১৬ মার্চ, ২০২৪ | ১১:০৬ 187 ভিউ
দৈনিক প্রেসনোট
আপডেটঃ ১৬ মার্চ, ২০২৪ | ১১:০৬ 187 ভিউ
Link Copied!

তিন ম্যাচ ওয়ানডে সিরিজের জন্য নারী দল ঘোষনা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। অস্ট্রেলিয়ার বিপক্ষে আসন্ন ওয়ানডে সিরিজটি ২০২২-২৫ আইসিসি নারী চ্যাম্পিয়নশিপের অংশ।
প্রথমবারের মত দ্বিপাক্ষিক সিরিজ খেলতে আগামীকাল বাংলাদেশে আসবে অস্ট্রেলিয়া নারী ক্রিকেট  দল। তিন ম্যাচের ওয়ানডে এবং টি-টোয়েন্টি সিরিজ খেলবে দু’দল। সফরের সবগুলো ম্যাচই অনুষ্ঠিত হবে মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে।

বাংলাদেশ নারী ক্রিকেট দল অস্ট্রেলিয়ার বিপক্ষে এবারই প্রথমবারের মতো দ্বিপক্ষীয় সিরিজ খেলবে, তাও আবার নিজেদের মাঠে। সফররত অস্ট্রেলিয়া নারী দলের বিপক্ষে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি ম্যাচ খেলবে জ্যোতিরা।
তিনটি ওয়ানডে যথাক্রমে- ২১, ২৪ এবং ২৭ মার্চ অনুষ্ঠিত হবে। ৩১ মার্চ, ২ এবং ৪ এপ্রিল টি-টোয়েন্টিগুলো অনুষ্ঠিত হবে। ৫ এপ্রিল বাংলাদেশ ছাড়বে অস্ট্রেলিয়া।
বাংলাদেশ দল : নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক), নাহিদা আক্তার (সহ-অধিনায়ক), ফারজানা হক পিংকি, মুর্শিদা খাতুন, সোবহানা মোস্তারি, ঝর্ণা আক্তার, রিতু মনি, রাবেয়া, সুলতানা খাতুন, ফাহিমা খাতুন, মারুফা আক্তার, দিশা বিশ্বাস, সুমাইয়া আক্তার, নিশিতা আক্তার নিশি, ফারজানা হক লিসা।
স্ট্যান্ড বাই: ফারিহা ইসলাম তৃষ্ণা, শরীফা খাতুন, লতা মন্ডল

বিজ্ঞাপন

ট্যাগ:

সাবেক মেয়র লিটন ও তার স্ত্রী-কন্যার বিরুদ্ধে দুদকের ৩ মামলা

দৈনিক প্রেসনোট
আপডেটঃ ২২ এপ্রিল, ২০২৫ | ১০:৪৬ 8 ভিউ
দৈনিক প্রেসনোট
আপডেটঃ ২২ এপ্রিল, ২০২৫ | ১০:৪৬ 8 ভিউ
Link Copied!

প্রেসনোট নিউজ ডেস্ক: রাজশাহী সিটি করপোরেশনের সাবেক মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন ও তার স্ত্রী সন্তানের বিরুদ্ধে পৃথক তিনটি মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। মঙ্গলবার বিকেলে এক ব্রিফিংয়ে এ তথ্য জানান দুদকের মহাপরিচালক প্রতিরোধ আক্তার হোসেন। তিনি বলেন, তাদের বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ছাড়াও বিপুল পরিমাণ অর্থের সন্দেহজনক লেনদেন করার অভিযোগ রয়েছে।

দুদকের মহাপরিচালক (প্রতিরোধ) আক্তার হোসেন জানান, রাজশাহী সিটি করপোরেশনের সাবেক মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন, মেয়র থাকা অবস্থায় ক্ষমতার অপব্যবহার করে অবৈধভাবে ১০ কোটি ৩৫ লাখ ৮৯ হাজার ৩০৪ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন করেন।

এছাড়াও তার নিজ নামের ১২টি ব্যাংক হিসাবের মাধ্যমে ৫২ কোটি ২৩ লাখ ১৭ হাজার ২৫১ টাকার সন্দেহজনক লেনদেন করেছেন।

বিজ্ঞাপন

এসব টাকা জ্ঞাতসারে হস্তান্তর, স্থানান্তর ও রূপান্তর করায় এএইচএম খায়রুজ্জামান লিটনের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন, মানিলন্ডারিং প্রতিরোধ আইন ও দুর্নীতি প্রতিরোধ আইনে মামলা দায়ের করা হয়েছে।

অপরদিকে এএইচএম খায়রুজ্জামান লিটনের স্ত্রী শাহীন আকতার স্বামীর সহযোগিতায় ক্ষমতার অপব্যবহার করে ঘুষ ও দুর্নীতির মাধ্যমে ১১ কোটি ৪১ লাখ ৬২ হাজার ২৪৫ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন করেন।

এছাড়াও তার নামে থাকা ১৩টি ব্যাংক হিসাবের মাধ্যমে ৭৬ কোটি ২৯ লাখ ৭৮ হাজার ৮০২ টাকার সন্দেহজনক লেনদেন করেছেন। তিনি এসব টাকা জ্ঞাতসারে হস্তান্তর, স্থানান্তর ও রূপান্তর করায় শাহীন আকতার ও স্বামী এএইচএম খায়রুজ্জামানের বিরুদ্ধে আরেকটি মামলা দায়ের করা হয়েছে।

বিজ্ঞাপন

অন্যদিকে এএইচএম খায়রুজ্জামান লিটনের মেয়ে আনিকা ফারিহা জামান পিতার সহযোগিতায় ক্ষমতার অপব্যবহার করে ঘুষ ও দুর্নীতির মাধ্যমে ৬ কোটি ৮০ লাখ ৭৯ হাজার ৭৮১ টাকা মূল্যের জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন করেন।

তার নামে থাকা ৫টি ব্যাংক হিসাবের মাধ্যমে আরও ২ কোটি ৪৪ লাখ ৮১ হাজার ৫৭৮ টাকার সন্দেহজনক লেনদেন করেছেন। এ মামলাতেও আনিকা ছাড়াও তার পিতা এএইচএম খায়রুজ্জামান লিটনকে আসামি করা হয়েছে।

হবিগঞ্জ: আধিপত্য বিস্তার নিয়ে দু’পক্ষের সংঘর্ষে আহত অর্ধশতাধিক

দৈনিক প্রেসনোট
আপডেটঃ ২৬ এপ্রিল, ২০২৫ | ১:৩৬ 19 ভিউ
দৈনিক প্রেসনোট
আপডেটঃ ২৬ এপ্রিল, ২০২৫ | ১:৩৬ 19 ভিউ
Link Copied!

প্রেসনোট নিউজ ডেস্ক: হবিগঞ্জের আজ‌মিরীগ‌ঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে উভয় পক্ষের আহত হয়েছেন অন্তত অর্ধশতাধিক ব্যক্তি।

শুক্রবার (২৫ এপ্রিল) সকা‌লে আজ‌মিরীগ‌ঞ্জের নোয়াগড় গ্রা‌মে ঘণ্টাব্যাপী এই সংঘ‌র্ষ হয়।

স্থানীয়রা জানান, নোয়াগড় গ্রা‌মে আধিপত্য বিস্তার নি‌য়ে শাহজাহান মেম্বার ও আক্তার মিয়ার মধ্যে বি‌রোধ চল‌ে আসছিল। এর জের ধ‌রে আজ সকা‌লে উভয়পক্ষ দেশীয় অস্ত্র নি‌য়ে ঘণ্টাব্যাপী সংঘ‌র্ষে জড়ায়।

বিজ্ঞাপন

এতে উভয়প‌ক্ষের প্রায় অর্ধশত লোক আহত হ‌য়ে‌ছে। আহতদের বি‌ভিন্ন হাসপাতা‌লে চি‌কিৎসা দেওয়া হ‌য়ে‌ছে। সংঘর্ষে ঘটনার খবর পে‌য়ে পু‌লিশ ঘটনাস্থলে গি‌য়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

আজ‌মিরীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এটি এম মা‌হিদুল হাসান বিষয়টি নিশ্চিত করে ব‌লেন, ঘটনার খবর পে‌য়ে প‌রি‌স্থি‌তি নিয়ন্ত্রণে আনা হ‌য়ে‌ছে। ঘটনাস্থ‌লে পু‌লিশ মোতা‌য়েন র‌য়ে‌ছে।

বিজ্ঞাপন

বিএনপির প্রতি কোটি কোটি মানুষের আস্থা রয়েছ: তারেক রহমান

দৈনিক প্রেসনোট
আপডেটঃ ২২ এপ্রিল, ২০২৫ | ১১:১৪ 11 ভিউ
দৈনিক প্রেসনোট
আপডেটঃ ২২ এপ্রিল, ২০২৫ | ১১:১৪ 11 ভিউ
Link Copied!

প্রেসনোট নিউজ ডেস্ক: তারেক রহমান বলেছেন, গত ১৫ বছর আপনারা প্রায় প্রতিটি নির্যাতিত হয়েছেন এদেশের মানুষের রাজনৈতিক অধিকার, অর্থনৈতিক অধিকার প্রতিষ্ঠা করার জন্য। একজন রাজনৈতিক কর্মী হিসেবে, একটি রাজনৈতিক হিসেবে সফলতা হিসেবে দেখি যখন আমাদের মিছিলে অনেক লোকজন, মিছিল অনেক লম্বা। আমি আজ থেকে ৭ মাস আগে বলেছিলাম অদৃশ্য অনেক শক্তি, অদৃশ্য অনেক শত্রু রয়েছে। আজকে তা সত্য হচ্ছে। অদৃশ্য অনেক শত্রু, প্রতিপক্ষ আস্তে আস্তে দৃশ্যমান হচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, আমাদের মাঝে কেউ যদি জনসমর্থন কমে যায় এমন কাজ করে তাকে এড়িয়ে যেতে হবে। তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে।

মঙ্গলবার (২২ এপ্রিল) সন্ধ্যায় রাষ্টকাঠামো মেরামতে ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে লালমনিরহাট জেলা বিএনপির উদ্যোগে দিনব্যাপী কর্মশালায় প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হয়ে এসব কথ বলেন তিনি।

বক্তব্য তারেক রহমান বলেন, যতগুলো রাজনৈতিক সরকার বাংলাদেশ পরিচালনা করেছে হিসেব করলে জনগনের কল্যানের জন্য সবচেয়ে বেশি কাজ বিএনপি করেছে। এই দলের প্রতি কোটি কোটি মানুষের আস্থা রয়েছে।

বিজ্ঞাপন

তারেক রহমান বলেন, আমরা এই দেশের ২০ কোটি মানুষের সামনে কমিটমেন্ট দিয়েছি ৩১ দফার মাধ্যমে। আমরা তা জনগণের সমর্থনে তা বাস্তবতায়ন করবো। আমরা এমন সময় দেশ ও জাতির সামনে ৩১ দফা উপস্থাপন করেছিলাম যখন স্বৈরাচারী সরকারের রক্তচক্ষু উপেক্ষা করে কথা বলার সাহস করতো না কেউ। কিন্তু আমরা স্বৈরাচারীর রক্তচক্ষু উপেক্ষা করে ৩১ দফা দিয়েছি বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

তিনি বলেন, রাজনৈতিক, অর্থনৈতিক ক্ষেত্রে কাজ করেছে এই দল। বাংলাদেশ খাদ্যে সয়ং সম্পূর্ণ ও বিদেশে রপ্তানি, খাল খনন, কৃষক পানি সমস্যার সমাধান করা, নারর শিক্ষা, অর্থনৈতিকভাবে দেশকে শক্তিশালী করার জন্য কোটি মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করা, শিল্পায়ন বিপ্লব ঘটনোর জন্য সংস্কার ও কাজ করছ। বিভিন্ন কথা বলতে পারে ভিন্ন মতের মানুষ। গণতান্ত্রিক দেশের ভিন্ন মত থাকতেই পারি। আমরা জনগণের সমর্থন নিয়ে সরকার গঠন করবো। সকলে নিয়ে আগামীর বাংলাদেশ গড়ার লক্ষ্যে কাজ করার অভিমত ব্যক্ত করেন তিনি।

এর আগে লালমনিরহাট জেলা বিএনপির সভাপতি ও বিএনপির সাংগঠনিক সম্পাদক(রংপুর বিভাগ) আসাদুল হাবিব দুলুর সভাপতিত্বে দিনব্যাপী এ কর্মশালার উদ্বোধন করেছেন বিএনপির যুগ্ন মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী। উদ্বোধনী বক্তব্যে বিএনপির এই নেতা ২০১৪ সালে নির্বাচনী পরিবেশ ছিলো না বলে মন্তব্য করেন। এছাড়া ২০১৮ এর ভোটে তৎকালীন সরকারের নিরপেক্ষ নির্বাচনের প্রতিশ্রুতিতে বিশ্বাস করে ভোটে গেলেও নিরপেক্ষ ভোট হয়নি। সেসময়কার নির্বাচনে রাতের ভোটে প্রশাসনমহলও আওয়ামীগকে সহযোগীতা করেছে বলে অভিযোগ করেন তিনি।

বিজ্ঞাপন

একই দিনে বিএনপির প্রশিক্ষণ বিষয়ক কমিটির আয়োজনে গাইবান্ধা ও কুড়িগ্রাম জেলা বিএনপির উদ্যোগে দিনব্যাপী এই প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। প্রতিটি জেলা বিএনপির প্রশিক্ষণ বিষয়ক কর্মশালা ও বিএনপির কেন্দ্রীয় নেতৃত্ববৃন্দ এবং স্ব স্ব জেলা ও উপজেলা বিএনপিসহ এর অংঘ সংগঠনের নেতৃবৃন্দগণ উপস্থিত ছিলেন।

শিক্ষার্থীদের আন্দোলনের মুখে ইউআইইউ’র ভিসি-ডিনসহ একযোগে ১১ কর্মকর্তার পদত্যাগ

দৈনিক প্রেসনোট
আপডেটঃ ২৭ এপ্রিল, ২০২৫ | ১২:৪৮ 27 ভিউ
দৈনিক প্রেসনোট
আপডেটঃ ২৭ এপ্রিল, ২০২৫ | ১২:৪৮ 27 ভিউ
Link Copied!

প্রেসনোট নিউজ ডেস্ক: বেসরকারি বিশ্ববিদ্যালয় ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ইউআইইউ) উপাচার্য (ভিসি) আবুল কাসেম মিয়া পদত্যাগ করেছেন। একইসঙ্গে পদত্যাগ করেছেন বিশ্ববিদ্যালয়টির বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধানসহ আরও দশজন।

শনিবার (২৬ এপ্রিল) শিক্ষার্থীদের আন্দোলনের মুখে বিশ্ববিদ্যালয়টির বোর্ড অব ট্রাস্টির চেয়ারম্যানের কাছে পদত্যাগপত্র জমা দেন ভিসি আবুল কাসেম মিয়া।

উপাচার্য ছাড়াও বিশ্ববিদ্যালয়ের আরও দশজন শিক্ষক একইসঙ্গে পদত্যাগ করেছেন।
পদত্যাগ করা বাকি দশজন শিক্ষক তাদের পদত্যাগপত্রে উল্লেখ করেছেন, শিক্ষার্থীদের দাবির মুখে তারা পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন।

বিজ্ঞাপন

আন্দোলনের সূচনার বিষয়ে জানা যায়, বিশ্ববিদ্যালয়টির সিএসই বিভাগের এক শিক্ষার্থীর বাবা মৃত্যুবরণ করায় তিনি নির্ধারিত সময়ে মিডটার্ম পরীক্ষা দিতে পারেননি। পরবর্তীতে বিষয়টি লিখিতভাবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে জানানো হলে, কর্তৃপক্ষ তার কাছ থেকে বাবার মৃত্যুর সনদপত্র জমা দিতে বলেন। শিক্ষার্থী নির্ধারিত প্রক্রিয়া অনুযায়ী মৃত্যুসনদ জমা দিলেও পুনরায় পরীক্ষায় অংশগ্রহণের জন্য তাকে অতিরিক্ত ফি পরিশোধের কথা জানানো হয়।

এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে ওই শিক্ষার্থী ফেসবুকে একটি পোস্ট দেন। পোস্টটি শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক আলোচনার জন্ম দেয় এবং শনিবার বিশ্ববিদ্যালয় খোলার পরপরই ক্যাম্পাসজুড়ে বিক্ষোভ শুরু হয়।

যদিও শিক্ষার্থীরা বলছেন, এটি মূলত সারা বছর ধরে জমে থাকা অসন্তোষ ও নানা অভিযোগের প্রতিফলন। দীর্ঘদিন ধরে শিক্ষার্থীরা অ্যাকাডেমিক অনিয়ম, প্রশাসনিক অব্যবস্থা এবং অসন্তোষজনক ব্যবস্থাপনার বিরুদ্ধে ক্ষুব্ধ ছিলেন। বাবার মৃত্যুর ঘটনার মাধ্যমে সেই ক্ষোভ বড় পরিসরে প্রকাশ পেয়েছে মাত্র।

বিজ্ঞাপন

জাপানকে হটিয়ে বিশ্বের চতুর্থ বৃহত্তম অর্থনীতি এখন ক্যালিফোর্নিয়া

দৈনিক প্রেসনোট
আপডেটঃ ২৬ এপ্রিল, ২০২৫ | ১:৩১ 40 ভিউ
দৈনিক প্রেসনোট
আপডেটঃ ২৬ এপ্রিল, ২০২৫ | ১:৩১ 40 ভিউ
Link Copied!

প্রেসনোট আন্তর্জাতিক ডেস্ক: ক্যালিফোর্নিয়ার অর্থনীতি জাপানকে ছাড়িয়েছে; তাতে মার্কিন অঙ্গরাজ্যটি এখন বিশ্বের চতুর্থ বৃহত্তম অর্থনৈতিক শক্তি হয়ে উঠেছে।

বিবিসি লিখেছে, গভর্নর গ্যাভিন নিউসম আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) এবং ইউএস ব্যুরো অব ইকোনমিক অ্যানালাইসিসের নতুন তথ্য তুলে ধরে ক্যালিফোর্নিয়ার প্রবৃদ্ধি দেখিয়েছেন।

পরিসংখ্যান অনুযায়ী, ২০২৪ সালে ক্যালিফোর্নিয়ার মোট দেশজ উৎপাদন (জিডিপি) ৪ দশমিক ১০ ট্রিলিয়ন ডলারে উন্নীত হয়েছে, যেখানে জাপানে এর পরিমাণ ৪ দশমিক ০১ ট্রিলিয়ন ডলার। মার্কিন অঙ্গরাজ্যটি এখন কেবল জার্মানি, চীন এবং সামগ্রিকভাবে যুক্তরাষ্ট্রের পেছনে রয়েছে।

বিজ্ঞাপন

নিউসমের ভাষ্য, “ক্যালিফোর্নিয়া কেবল বিশ্বের সাথে তাল মিলিয়ে চলছে না – আমরা গতিপথ ঠিক করছি।”

বিবিসি লিখেছে, নতুন ওই পরিসংখ্যান এমন এক সময়ে প্রকাশিত হলো, যখন গভর্নর নিউসম মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্কনীতির বিরুদ্ধে কথা বলেছেন এবং ক্যালিফোর্নিয়ার অর্থনীতির ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন।

যুক্তরাষ্ট্রে শিল্প ও কৃষি উত্পাদনে ক্যালিফোর্নিয়ার বড় হিস্যা রয়েছে। তাছাড়া এটি প্রযুক্তিগত উদ্ভাবন ও বিশ্বের বিনোদন শিল্পের কেন্দ্র। যুক্তরাষ্ট্রের বৃহত্তম দুই সমুদ্র বন্দরেরও অবস্থান সেখানে।

বিজ্ঞাপন

ট্রাম্পের যে নীতির কারণে বৈশ্বিক বাজার ও বাণিজ্যে বিপর্যয় দেখা দিয়েছে, সেই শুল্কনীতি আরোপের ক্ষমতা চ্যালেঞ্জ করে একটি মামলা করেছেন বিশিষ্ট ডেমোক্রেটিক ও ২০২৮ সালের সম্ভাব্য প্রেসিডেন্ট প্রার্থী নিউসম।

বিবিসি লিখেছে, উচ্চ শুল্কের ওপর ৯০ দিনের স্থগিতাদেশ ঘোষণার পর প্রেসিডেন্ট ট্রাম্প যুক্তরাষ্ট্রে আমদানি করা পণ্যে প্রায় সব দেশের ওপর ১০ শতাংশ শুল্ক আরোপ করেছেন।

মেক্সিকো ও কানাডার ওপর বাড়তি ২৫ শতাংশ শুল্ক আরোপ করা হয়েছে। আর চীনের ওপর শুল্ক আরোপের ফলে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতির দেশটির সঙ্গে ‘সর্বাত্মক বাণিজ্য যুদ্ধ’ শুরু হয়েছে।

ট্রাম্প যুক্তরাষ্ট্রে আসা চীনা পণ্যের ওপর ১৪৫ শতাংশ পর্যন্ত আমদানি শুল্ক আরোপ করেছেন এবং তার পাল্টায় মার্কিন পণ্যের ওপর ১২৫ শতাংশ শুল্ক আরোপ করেছে চীন।

ট্রাম্প প্রশাসন গত সপ্তাহে বলেছিল, বিদ্যমান শুল্কের সঙ্গে নতুন শুল্ক যুক্ত হলে কিছু চীনা পণ্যের উপর শুল্ক ২৪৫ শতাংশে পৌঁছাতে পারে।

নিজের অঙ্গরাজ্যের অর্থনীতির ভবিষ্যৎ সম্পর্কে উদ্বেগের কথা জানিয়েছেন নিউসম।

“আমরা যখন এই সাফল্য উদযাপন করছি, তখন বর্তমান ফেডারেল প্রশাসনের বেপরোয়া শুল্ক নীতির কারণে আমাদের অগ্রগতি হুমকির মুখে রয়েছে।

“ক্যালিফোর্নিয়ার অর্থনীতি জাতিকে শক্তি যোগায় এবং এটিকে অবশ্যই রক্ষা করতে হবে।”

ট্রাম্প যুক্তি দেখিয়েছেন, তার বাণিজ্য যুদ্ধ বছরের পর বছর ধরে যুক্তরাষ্ট্রে কর আরোপের পরে কেবল ‘খেলার মাঠকে সমান’ করছে।

ট্রাম্প তার বাণিজ্যযুদ্ধকে এমনভাবে তুলে ধরছেন যে- যুক্তরাষ্ট্রের উপর বছরের পর বছর ধরে যে শুল্ক আরোপ হয়েছে, সেটিতে যৌক্তিক অবস্থায় নেওয়া।

বিবিসি লিখেছে, যুক্তরাষ্ট্রে কারখানা স্থাপন ও কর্মসংস্থান সৃষ্টিকে উৎসাহিত করতেই এই শুল্ক আরোপ করা হয়েছে। এটি তার অর্থনৈতিক কার্যপ্রণালীর একটি প্রধান খুঁটি, সেই সঙ্গে সুদের হার কমাতে চান তিনি, যাতে করে আমেরিকানদের ঋণের ব্যয় কমে।

নতুন তথ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্রের জিডিপি ২৯ দশমিক ১৮ ট্রিলিয়ন ডলার, চীনের ১৮ দশমিক ৭৪ ট্রিলিয়ন ডলার এবং জার্মানির ৪ দশমিক ৬৫ ট্রিলিয়ন ডলারের পেছনেই রয়েছে ক্যালিফোর্নিয়া। ওই দেশগুলোর তুলনায় ক্যালিফোর্নিয়ার প্রবৃদ্ধি যে বেশি তাও পরিসংখ্যানে উঠে এসেছে।

জন্মহার হ্রাস ও বয়স্ক মানুষের সংখ্যা বেড়ে যাওয়ায় জাপানের অর্থনীতি চাপে রয়েছে; তাতে শ্রমশক্তি সংকুচিত হচ্ছে এবং সামাজিক সেবার খরচ বৃদ্ধি পাচ্ছে।

চলতি সপ্তাহে আইএমএফের পূর্বাভাসে জাপানের প্রবৃদ্ধি আরও কমানো হয়েছে। সংস্থাটির ধারণা, শুল্ক বৃদ্ধির প্রভাবে দেশটির কেন্দ্রীয় ব্যাংক ধারণার চাইতেও ধীরে সুদের হার বাড়াবে।

শিরোনাম:
শিক্ষার্থীদের আন্দোলনের মুখে ইউআইইউ’র ভিসি-ডিনসহ একযোগে ১১ কর্মকর্তার পদত্যাগ জাপানকে হটিয়ে বিশ্বের চতুর্থ বৃহত্তম অর্থনীতি এখন ক্যালিফোর্নিয়া প্রবাসীদের ভিআইপি মর্যাদা দেব বিমানবন্দরে: প্রধান উপদেষ্টা ২১ দিনে প্রায় ১.৯৬ বিলিয়ন মার্কিন ডলার রেমিট্যান্স এসেছে বিএনপির প্রতি কোটি কোটি মানুষের আস্থা রয়েছ: তারেক রহমান আদালতে দুই আইনজীবীর আত্মসমর্পণ সাবেক মেয়র লিটন ও তার স্ত্রী-কন্যার বিরুদ্ধে দুদকের ৩ মামলা পোপ ফ্রান্সিসের মৃত্যুতে শোক জানিয়েছে হামাস এবং হিজবুল্লাহ প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করেছেন কাতারের জ্বালানি প্রতিমন্ত্রী সিলেট টেস্ট: জিম্বাবুয়ের দাপটে বাংলাদেশ বিবর্ণ দেশের বাজারে বাড়ল স্বর্ণের দাম ক্ষমা ও ক্ষতিপূরণ বাংলাদেশের দাবি, উল্লেখ নেই পাকিস্তানের ভাষ্যে পাকিস্তানের কাছে ৪৩২ কোটি ডলার ক্ষতিপূরণ চেয়েছে বাংলাদেশ প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাতের আগে বিএনপির স্থায়ী কমিটির বৈঠক গাইবান্ধার সাবেক এমপি সারোয়ার কবির গ্রেফতার ট্রাম্পের ২ উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী আসছেন বুধবার নববর্ষ উদযাপন, ড্রোন শোতে ঝলমলে ঢাকার আকাশ বেইজিংয়ে ঝড়ের তাণ্ডব: ওজন ৫০ কেজির কম হলেই উড়িয়ে নেবে ‘বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা’ শুরু হবে সকাল ৯টায় আদানির বিদ্যুৎকেন্দ্রের একটি ইউনিট থেকে ফের সরবরাহ শুরু